কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর পৌর শহরের কোনাবাড়ী বাজারের চৌধুরী সুপার মার্কেটে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৮ জুন) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙুর, সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, ঠিকাদার মো. আনোয়ারুল হক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা ও এলাকার ব্যবসায়ীগণ।