কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে মানবতার দেয়াল ও যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে পৌরশহরের ডুবাইল বাজারে সামাজিক সংগঠন ‘তারুণ্যের জয়’ কর্তৃক নির্মিত এ ছাউনি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী যু্বলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগে আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর কাউন্সিলর নাসিরুল আলম শিকদার, আওয়ামী নেতা রফিকুল ইসলাম রঞ্জু, যুবলীগ নেতা মানিক হাসান মিলু প্রমুখ।
সংগঠনের সভাপতি মাহবুবুল আলম জানান, মানব এবং সমাজকল্যাণে তাদের সংগঠন নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়নমুখী কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ মানবতার দেয়াল ও যাত্রী ছাউনি নির্মাণ করা হয়।
অনুষ্ঠান শেষে ‘তারুণ্যের জয়’ এবং ‘এরশাদ আলী মাস্টার কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেকে তিন হতদরিদ্র অসুস্থ ব্যক্তিকে নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।