মো. সেলিম হোসেন :
দৈনিক ভোরের কাগজ ও আজকের পত্রিকার টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রতিনিধি, গোপালপুর বার্তা’র নির্বাহী সম্পাদক, সময়ের আলোচিত ও সাহসী সাংবাদিক কে এম মিঠু চল্লিশ বছরে পদার্পণ করলেন আজ।
এ উপলক্ষে গোপালপুর প্রেসক্লাবে রবিবার বিকালে পুষ্পস্তবকের শুভেচ্ছা ও কেক কেটে তাঁর জন্মদিন পালন করা হয়।
প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় এ সময় স্মৃতিচারণ করেন সিনিয়র সহ সভাপতি খন্দকার আঃ ছাত্তার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, দলিল লেখক সমিতি গোপালপুর সাব-রেজিষ্ট্রি অফিসের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সিন্টু, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রঞ্জু, যুবলীগ নেতা মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এ সময় স্থানীয় সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিক কে এম মিঠু উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও গোপালপুর প্রেসক্লাবের সহ-সভাপতিসহ জেলা ও উপজেলা ভিত্তিক শিক্ষা, সাহিত্য ও সমাজসেবামূলক একাধিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও সাংবাদিকতার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তিনি।
সাংবাদিক মিঠু ১৯৮২ সালের ১৩ ফেব্রুয়ারি গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামে বাবা ডা. কে এম আবুল হাশেম ও মাতা খোদেজা বেগমের ঘর আলো করে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর সেলিনা ইসলামের সাথে বিবাহ বন্দনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তিনি কন্যা মাসরিক জাহান স্বচ্ছ ও পুত্র আবদুল্লাহ মোহাম্মদ ঈদ এর জনক।