গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর পৌরসভার ডুবাইল বাজার এলাকায় আশ্রয় নেওয়া ভাসমান শীতার্ত বেদেদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
গত শনিবার রাতে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক বেদেদের তাবুতে গিয়ে এসব কম্বল বিতরণ করেন।
পরে তিনি পৌর শহরের বিভিন্ন বাজার এলাকা ঘুরে ঘুরে ভাসমান দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষকে কম্বল প্রদান করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম, পাট উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বাশার, পৌর কাউন্সিলর নাসির শিকদার, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন ও সাংবাদিক কে এম মিঠু প্রমুখ।