আজ || মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত       গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ    
 


গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা কাদের তালুকদার স্মরণে নাগরিক শোকসভা

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের সদ্যপ্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে পৌরশহরের নন্দনপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ আসনের সাংসদ ছোট মনির।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় নাগরিক শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, শহর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম রফিকুল ইসলাম, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের সহধর্মিনী জাহানারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা তোরাপ আলী শিকদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী নুসরাত জাহান লাকী, উপজেলা মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার শিখা, সাধারণ সম্পাদক মানসুরা আকন্দ, বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার ছিলেন বঙ্গবন্ধুর সহচর ও সাবেক এমপি হাতেম আলী তালুকদারের ভাতিজা। তিনি বিশিষ্ট ব্যাংকার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন।

লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ৭০ বছর বয়সে তিনি গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন বুধবার সকাল ১০টায় তাঁর গ্রামের বাড়ি উপজেলার হাদিরা ইউনিয়নের ভারারিয়ায় ১ম এবং গোপালপুর পৌর শহরের নন্দনপুর স্টেডিয়াম মাঠে ২য় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নন্দনপুর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!