কে এম মিঠু, গোপালপুর :
দৈনিক ইত্তেফাকের ৬৯ বছর পদার্পণ উপলক্ষে গোপালপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল করিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের কর্মকর্তা, সংবাদকর্মী, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।