আজ || রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গণশুনানি       ভূঞাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি       গোপালপুরে ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ       গোপালপুরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত       ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষার্থীরা       গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন       গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন       ইমনরা স্বাধীনতা এনে দিয়েছে: টাঙ্গাইল জেলা জামায়াত আমীর        গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন       ফ্যাসিবাদী আওয়ামীলীগকে এদেশের মানুষ মাথা তুলে দাড়াতে দিবেনা : সালাউদ্দীন আহমেদ    
 


গোপালপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী জামীর নির্বাচনী জনসভা

গোপালপুর বার্তা ডেক্স :
আসন্ন গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মারুফ হাসান জামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাকুল্যা উচ্চ বিদ্যালয় মাঠে প্রচারণামূলক এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মিয়া।

নগদাশিমলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে জামীর সমর্থনে মিছিল মিছিলে আসা নেতাকর্মী ও জনগণের অংশগ্রহণে মাঠ পরিপূর্ণ এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মিনহাজ হোসেন, নগদাশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আরমান হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক তানভীরুল সিয়াম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ মহিলালীগের নেতৃবৃন্দ।

প্রচারণামূলক এ সভায় বক্তারা দলীয় হাইকমান্ড ও মনোনয়ন বোর্ডের নীতিনির্ধারকগণের কাছে আওয়ামী লীগের ত্যাগী ও পরিছন্ন রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আসন্ন নগদাশিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব মারুফ হাসান জামীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

জনসভা শেষে গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান তুলার সুযোগ্য জৈষ্ঠ্য পুত্র, মারুফ হাসান জামীর সমর্থকরা ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থন চেয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড মিছিল করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!