কে এম মিঠু, গোপালপুর
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে পৌরশহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গোপালপুর শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গোপালপুর শাখার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার বাদল, সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।
মানববন্ধন উপস্থিত সকলকে ‘আমরা দুর্নীতি করবো না’ বলে শপথবাক্য পাঠ করানো হয়।