কে এম মিঠু, গোপালপুর
গোপালপুরে রোকেয়া দিবস উপলক্ষে সমাজের নানা স্তরে বিশেষ অবদান রাখায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।