কে এম মিঠু, গোপালপুর
গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে পৌরশহরের সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল, জার্সি এবং প্রেক্টিস সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপনসহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ।
ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, আসন্ন আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।