কে এম মিঠু, গোপালপুর
গোপালপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতামূলক প্রচারণা দেয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে পৌরশহরের সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ক্লাসেক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে প্রচারণার কাজ শুরু করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশনায় এ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার তত্ত্বাবধানে এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণায় বক্তব্য রাখেন থানা তদন্ত কর্মকর্তা মো. মামুন ভূঞা।
প্রচারণাকালে তদন্ত কর্মকর্তা ছাত্র-ছাত্রীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্যবিয়ে এবং সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে দিক নির্দেশনা ও সচেতনতা বাড়াতে আলোচনা করেন। এ সময় তিনি জনবান্ধবমূলক পুলিশিং সেবা, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিংয়ের সুফল এবং সরকারের যাবতীয় জরুরী সেবা পেতে সকলকে ৯৯৯-এ ফোন করার জন্য উদ্বুদ্ধ করেন।