আজ || রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধার নামে রাস্তা নির্মাণ

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর স্থানীয় সাংসদ ছোট মনিরের নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুময়া গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব ও ভূঞাপুরের অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

চেয়ারম্যানদ্বয় জানান, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য ছোট মনির এমপির নির্দেশনায় দুই ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ও  যাতায়াতের সুবিধার্থে হেমনগর ও অর্জুনা ইউনিয়নের শাখারিয়া ও ভরুয়া গ্রামের মাঝখান দিয়ে এক কিলোমিটার রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে নির্মাণ করা হবে। এ সময় ইউপি সদস্য হোসন আলী ও জিনাহসহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার জানান, নলিন গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমান বঙ্গবীর কাদের সিদ্দীকি বীরোত্তমের কাদেরীয়া বাহিনীর অধীনে গোপালপুর, ভূঞাপুর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেন। দীর্ঘদিন তিনি হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন। জোট সরকারের আমলে তিনি রাজনৈতিক কারণে হয়রানির শিকার হন।

সাংসদ ছোট মনির মুঠোফোনে গোপালপুর বার্তাকে বলেন, গোপালপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামে পর্যায়ক্রমে সড়ক নির্মাণসহ বহুমুখী স্থাপনা নির্মাণ করা হবে। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরণীয় করে রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!