আজ || রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবস পালনসহ জয়িতাদের সংবর্ধনা       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন       গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধার নামে রাস্তা নির্মাণ

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর স্থানীয় সাংসদ ছোট মনিরের নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুময়া গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব ও ভূঞাপুরের অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

চেয়ারম্যানদ্বয় জানান, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য ছোট মনির এমপির নির্দেশনায় দুই ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ও  যাতায়াতের সুবিধার্থে হেমনগর ও অর্জুনা ইউনিয়নের শাখারিয়া ও ভরুয়া গ্রামের মাঝখান দিয়ে এক কিলোমিটার রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে নির্মাণ করা হবে। এ সময় ইউপি সদস্য হোসন আলী ও জিনাহসহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার জানান, নলিন গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমান বঙ্গবীর কাদের সিদ্দীকি বীরোত্তমের কাদেরীয়া বাহিনীর অধীনে গোপালপুর, ভূঞাপুর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেন। দীর্ঘদিন তিনি হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন। জোট সরকারের আমলে তিনি রাজনৈতিক কারণে হয়রানির শিকার হন।

সাংসদ ছোট মনির মুঠোফোনে গোপালপুর বার্তাকে বলেন, গোপালপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামে পর্যায়ক্রমে সড়ক নির্মাণসহ বহুমুখী স্থাপনা নির্মাণ করা হবে। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরণীয় করে রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!