কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর স্থানীয় সাংসদ ছোট মনিরের নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুময়া গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব ও ভূঞাপুরের অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
চেয়ারম্যানদ্বয় জানান, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য ছোট মনির এমপির নির্দেশনায় দুই ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি ও যাতায়াতের সুবিধার্থে হেমনগর ও অর্জুনা ইউনিয়নের শাখারিয়া ও ভরুয়া গ্রামের মাঝখান দিয়ে এক কিলোমিটার রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে নির্মাণ করা হবে। এ সময় ইউপি সদস্য হোসন আলী ও জিনাহসহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার জানান, নলিন গ্রামের মুক্তিযোদ্ধা মতিউর রহমান বঙ্গবীর কাদের সিদ্দীকি বীরোত্তমের কাদেরীয়া বাহিনীর অধীনে গোপালপুর, ভূঞাপুর ও সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করেন। দীর্ঘদিন তিনি হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন। জোট সরকারের আমলে তিনি রাজনৈতিক কারণে হয়রানির শিকার হন।
সাংসদ ছোট মনির মুঠোফোনে গোপালপুর বার্তাকে বলেন, গোপালপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামে পর্যায়ক্রমে সড়ক নির্মাণসহ বহুমুখী স্থাপনা নির্মাণ করা হবে। মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্বরণীয় করে রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।