কে এম মিঠু, গোপালপুর
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” শ্লোগানে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় পৌরশহরের থানা মোড় চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন আয়োজন করে সুজন- সুশাসনের জন্য নাগরিক।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার দত্ত, পিএফজির সদস্য অধ্যাপক মীর আব্দুর রহিম, শাহজাহান আলী ভিপি, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল সরকার, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দে মঙ্গল, মাদ্রাসা শিক্ষক নেতা কে এম শামীম, কলেজ শিক্ষক মোজাম্মেল হোসেন, খন্দকার ওয়াদুদ, সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ও স্থাপনায় সম্প্রতি হামলা ও সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানান। দোষীদের শাস্তি দাবীসহ এ বিষয়ে সরকারের দেয়া জিরো টলারেন্স দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান।