কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ ছোট মনির প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহেল প্রমুখ।