কে এম মিঠু, গোপালপুর:
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তালুকদার দুদু মিয়ার স্বরণে ঐতিহ্যবাহী বৈরাণ নদীতে দুইদিন ব্যাপী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
সুন্দর গ্রামবাসীর আয়োজন সোমবার বিকেলে ঐতিহ্যবাহী বৈরাণ নদীতে নৌকাবাইচ পরিচালনা কমিটির আহ্বায়ক ও
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. আশরাফুজ্জামান আজাদের পরিচালনায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ ছোট মনির বাইচের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।