আজ || শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরের সেনেরচর আলীম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যতো অভিযোগ       গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত       গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত    
 


গোপালপুরের সাংস্কৃতিককর্মীদের মতবিনিময়

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুরে শিক্ষা, শিল্প,‌ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কবি আব্দুছ ছাত্তার পলাশী।

সাংস্কৃতিককর্মী মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, কবি খালেক মাহমুদ, সাংস্কৃতিককর্মী লুৎফুল কবির, আনজু আনোয়ার ময়না প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার শতাধিক শিল্পী,  কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পী, আবৃত্তিকার, নৃত্যশিল্পীসহ সাংস্কৃতিককর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা গোপালপুরের সাংস্কৃতিক অঙ্গন ঝিমিয়ে পড়ার পেছনে বিভিন্ন কারণ ও অভিযোগ উপস্থাপন করে উপজেলা শিল্পকলা একাডেমী ঢেলে সাজানোর অনুরোধ জানান।

জবাবে ইউএনও মো. পারভেজ মল্লিক বলেন, উপজেলা শিল্পকলা একাডেমীর বিভিন্ন দুর্বলতা ইতিমধ্যেই দৃষ্টিগোচর হয়েছে। শিল্পকলা একাডেমীকে ঢেলে সাজানোর জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!