কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর পৌরশহরে জনগণের যাতায়াতের সুবিধার্থে নিজেদের জমির উপর দিয়ে পিতার নামকরণে রাস্তা করেছেন দুই সন্তান।
বৃহস্পতিবার সকালে গোপালপুর-মধুপুর সড়কের তামাকপট্টি এলাকায় ‘আলহাজ্ব হাফিজ উদ্দিন তালুকদার’ নামকরণে এ রাস্তা উদ্বোধন করেন পৌর মেয়র রকিবুল হক ছানা।
এ সময় উপস্থিত ছিলেন রাস্তার জমিদাতা দুই সন্তান বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ তালুকদার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আরজু তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোমল্যান্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল জামান রাসেল, ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবলু মাস্টার, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।