কে এম মিঠু, গোপালপুর:
২০০৪ সালে ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় চালানো ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছোট মনির।
বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি এডভোকেট শামছুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আব্দুল হাই, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ দোয়া মাহফিল এবং হামলার অন্যতম পরিকল্পনাকারী তারেক জিয়া, তৎকালীন চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা হারিছসহ সকল আসামীদের দ্রুততার সাথে ফাঁসির দাবী করেন।
অন্যদিকে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকালে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সাংসদ ছোট মনির।