কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার সকাল ৮ টায় ঈদের জামাত আদায়ের মাধ্যমে মসজিদের শুভ উদ্বোধন করেন, টাঙ্গাইল ২ আসনের সংসদ সদস্য ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, বিশিষ্ট আইনজীবী আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীম আল রাজী, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা পরিষদ সদস্য এসএম রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈদের জামাত শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত ও সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।