কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুরে লকডাউন পরিস্থিতি পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি ও পু্লিশ সুপার সঞ্জিব কুমার রায়।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকা পরিদর্শন করেন। এ সময় মাইকে করোনার ভয়াবহতা থেকে সুরক্ষায় বিভিন্ন ঘোষণা দেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে করোনার সংক্রমণ রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, অতিরিক্ত পু্লিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।