আজ || সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


গোপালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

কে এম মিঠু, গোপালপর:
পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোপালপুর থানা পুলিশ আজ বুধবার সকালে মো. শামীম হোসেন (২১) নামক এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। শামীম হোসেন উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্রি গ্রামের দুলাল হোসেনের পুত্র।

মামলার তদন্তকারি দারোগা মো. শফিকুল ইসলাম জানান, শামীম স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐ ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। অভিভাবকদের নিকট উত্যক্তের অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি ছাত্রীর বাবা। গত সোমবার সন্ধ্যায় শিশুটি পিচুরিয়া গ্রামের নানা বাড়ি থেকে বাবার বাড়ি কৃষ্ণপট্রি ফেরার পথে রাস্তার পাশে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

আব্দুস সামাদ নামে পিচুরিয়া গ্রামের মাতব্বর জানান, ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় এবং ধর্ষিতার বাবা দিন মজুর হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার নামে সময় অতিবাহিত করেন প্রভাবশালীরা।

মামলার বাদী জহিরুল ইসলাম অভিযোগ করেন, থানায় মামলা দিতে নানাভাবে বাধা দেয় ধর্ষকের পরিবার। পরে পুলিশ খবর দিলে গতকাল মঙ্গলবার গভীর রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, মামলা দায়েরের চার ঘন্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শামীমকে গ্রেফতার করা হয়। আজ বুধবার আদালতে চালান দিলে তাকে জেলহাজতে পাঠানো হয়। ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!