কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে এমএমসি এবং অনলাইন ক্লাসের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা উপজেলার ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকাল ১০ থেকে এ কর্মশালা শুরু হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল গফুরের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীরের পরিচালনায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, সম্পাদক শফি উদ্দিন তালুকদারসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিকস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, এ্যাম্বাসেডর ও কলাকৌশলিগণ এসময় উপস্থিত ছিলেন।