কে এম মিঠু, গোপালপুর :
সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার সকালে গোপালপুর থানা মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আল মামুন, মো. শাহিন আলম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ফয়সাল আহমেদ, করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় ছাত্র মো. আশিক হাসানসহ স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে ছাত্ররা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। মোবাইল গেমস খেলায় লিপ্ত হওয়াসহ এক শিক্ষার্থী আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা অনতিবিলম্বে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।