কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে অবৈধভাবে দখল হওয়া ঝিনাই নদীর একটি শাখা খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, পৌরশহরের ভূয়ারপাড়া এলাকায় ঝিনাই নদীর একটি শাখা খাল ওই গ্রামের সলিম উদ্দিনের প্রবাসী ছেলে আইয়ুব আলী অবৈধভাবে দখলে নিয়ে মাটি ফেলে ভরাট করছিল। এতে বাইশকাইল, বাইশকাইল গোয়ালপাড়া, ভূয়ারপাড়া, নবগ্রামসহ আশপাশের ৬/৭টি গ্রামের প্রায় হাজার একর আবাদি জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। গ্রামবাসীরা খালটি ভরাট করে পানির প্রবাহ বন্ধ না করার অনুরোধ জানালেও আইয়ুব আলী বিষয়টি কর্ণপাতে নেয়নি। পরে এলাকাবাসী গোপালপুর উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ বরাবর একটি অভিযোগপত্র জমা দেন।
লিখিত অভিযোগের সত্যতা পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে দখল করা ভূয়ারপাড়া এলাকার ওই খালটি পুনরুদ্ধাসহ অবমুক্ত করেন।
খাল দখলমুক্তকালে উপস্থিত ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ও প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাল অবমুক্তকালে জানান, স্থানীয় গ্রামবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে দখল হওয়া খালটি পুনরুদ্ধার করা হচ্ছে। খালটি অবমুক্ত হলে এলাকার কয়েকশ একর জমির জলাবদ্ধতা দূরীভূত হবে। পর্যায়ক্রমে এ উপজেলায় অবৈধভাবে দখল হওয়া সকল নদীনালা ও খাল দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।