ডেক্স নিউজ :
ঢাকা ক্লাব লিমিটেডের ২০২০-২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পপতি ও ব্যবসায়ী খন্দকার মশিউজ্জামান রোমেল।
তিনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের সুযোগ্য সন্তান এবং পিপলস গ্রুপের চেয়ারম্যান।
শনিবার (৩ এপ্রিল) ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে প্রেসিডেন্ট পদে চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুজ্জামান খান (পুটন) পেয়েছেন ১১২ ভোট।