কে এম মিঠু, গোপালপুর :
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে যথাযথভাবে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ গ্রহন করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিকের সভাপতিত্বে ‘মুক্তিযুদ্ধ, মুজিবশতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান’ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, প্রেসক্লাস সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ধোপাকান্দি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আখতার, বনমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমীন ঝর্ণা, নারীনেত্রী কল্পনা রাণী সরকার প্রমুখ।
পরে নারী অধিকার বিষয় নিয়ে ছিল সঙ্গীতানুষ্ঠান।