গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভেঙ্গুলা গ্রামের বিখ্যাত জামালী পরিবারের সদস্য অধ্যাপক রেজাউল বারী জামালী পরলোক গমন করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অন্তিম যাত্রাকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত ২১ ফেব্রুয়ারি রবিবার রাত নয়টায় তিনি ময়মনসিংহ শহরের নেক্সাস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
আজ সোমবার তাকে ভেঙ্গুলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের পুত্র ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার নাজমুল এহসান জামালী জানান, চিরবিদায় কালে তার পিতা বিপত্নীক ছিলেন। দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী।রেখে গেছেন।
মরহুম রেজাউল বারী জামালী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সরকারি কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অধ্যাপনায় যোগ দেন। কর্ম জীবনে তিনি আনন্দমোহন কলেজসহ দেশের নামকরা অনেক সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি সর্বশেষ ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হিসাবে চাকরি শেষ করে ২০০৪ সালে অবসরে যান।
অধ্যাপক রেজাউল বারী জামালীর মতো পন্ডিত ও সজ্জন মানুষের প্রয়ানে শোক প্রকাশ করেছেন, সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এবং ডাকুরী বিখ্যাত চৌধুরী পরিবারের সন্তান শামসুল আলম চৌধুরী। তিনি মরহুমের রুহের মাঘফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জয়নাল আবেদীন এবং ঢাকাস্থ গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মন্টু। তারা জ্বনাব জামালীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।