কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আব্দুস সোবহান তুলার নামানুসারে ‘বীর মুক্তিযোদ্ধা তুলা কমান্ডার পাঠাগার’ এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পারিবারিক উদ্দোগে, পৌরশহরের কোনাবাড়ী বাজারে কমান্ডারের নিজ বাসভবনে পাঠাগারের শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী।
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঠাগার সভাপতি আলহাজ্ব মো. মারুফ হাসান জামী, সম্পাদক মাহফুজুর রহমান দোলন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কবি আব্দুছ ছাত্তার পলাশী, প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত, শিক্ষক কানিজ ফাতেমা রুমী, অটল শরিয়ত উল্লাহ, এনামুল হক চৌধুরী হিমেল, আমজাদ হোসেন লিংকন, শ্যামল পন্ডিত, সাংবাদিক কে এম মিঠু, এ কিউ রাসেল, মো. নূর আলমসহ পাঠাগার কমিটির উপদেষ্টা, কার্যকরীসহ সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।