কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে প্রায় দুইশতাধিক গরীব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ভেংগুলা কলেজ মাঠে রোটারী ক্লাব বারিধারা সানরাইজ এবং ভেংগুলা খন্দকার ফজলুল হক ডিগ্রী কলেজের যৌথ উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, সহকারি অধ্যাপক মাহবুবা খন্দকার রিপা, কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাইম আল মামুন, গোপালপুর সরকারি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মো. মঞ্জুরুল হক ফরিদ, ইউপি মেম্বার এনায়েত কবীর ও আজিজুর রহমান তালুকদার দোলন প্রমুখ।