আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


সড়ক দুর্ঘটনায় পা হারানো সাংবাদিককে এমপি ছোট মনিরের অর্থ প্রদান

কে এম মিঠু, গোপালপুর :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পা হারানো টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেনের কৃত্রিম পা সংযোজনে আর্থিক সহায়তা প্রদান করেছেন, টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির।

শনিবার সন্ধ্যায় স্থানীয় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে, গোপালপুর-ভূঞাপুর আসনের সাংসদ ছোট মনির কৃত্রিম লাগানো বাবদ সাংবাদিক সেলিমের হাতে  নগদ একলক্ষ টাকা তুলে দেন।

অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আওয়ামীলীগের সাবেক সভাপতি ও গোপালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, জেলা পরিষদ সদস্য এস এম রফিকুল ইসলাম, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মির্জা আসিফ মাসুদ, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ আহবায়ক মো. শফিকুল ইসলাম শফিক এবং আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সাংবাদকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২২ জুন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন সাংবাদিক সেলিম। পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে টানা দুইমাস মৃত্যূর সাথে লড়াই করে বেঁচে গেলেও তার ডান পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলা হয়।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একপ্রকার পঙ্গু জীবনযাপন করছিলেন সেলিম। সম্প্রতি ঢাকার সাভারের সিআরপি থেকে কৃত্রিম পা লাগানোর উদ্যোগ নেয়া হয়। কিন্তু অর্থাভাবে কৃত্রিম পা লাগানো সম্ভব হচ্ছিলো না। এমতাবস্থায় এমপি ছোট মনির তাকে কৃত্রিম পা লাগানোর জন্য এ অর্থ প্রদান করেন।
এমপি ছোট মনির ঢাকায় সেলিমের চিকিৎসা চলাকালেও নিয়মিত খোঁজখবর নেন এবং চিকিৎসার ব্যয়ভার বহনেও সহযোগিতা করেন।

পা হারিয়ে পঙ্গু জীবনযাপন করা সংবাদকর্মী সেলিম হোসেন আর্থিক সহায়তা গ্রহণকালে, আবেগ আপ্লুত হয়ে মাননীয় এমপি ছোট মনির মহোদয়, গোপালপুর প্রেসক্লাবের সকল সম্মানিত সাংবাদিকমণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও তাঁদের দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!