কে এম মিঠু, গোপালপুর :
সপ্তাহব্যাপী জাতীয় মৎস সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ পুকুরে, প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ করেন, টাঙ্গাইল- ২ আসনের সংসদ সদস্য জনাব ছোট মনির।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোহাম্মদ শাহজাহান কবীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, মো. আব্দুল হাই, অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, সম্পাদক আসাদুজ্জামান সোহেল, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।