নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুরে মাত্র কোয়ার্টার কিলো ঝিনাই নদীতীর সংরক্ষণ না করায়, নদীপাড়ের প্রাচীন সামাজিক কবরস্থান ভাঙনের কবলে পড়েছে।
প্রতিবছর বর্ষামৌসুমে নদী ভাঙ্গণের ফলে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া ঝিনাই নদীতীরে অবস্থিত তিনবিঘা জমির এই প্রাচীন সামাজিক কবরস্থানটির একতৃতীয়াংশ জমি ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে।
জানা যায়, নবগ্রামের পাঁচশতাধিক পরিবারের জন্য তিনবিঘা জমির উপর নির্মিত এ কবরস্থানের পশ্চিমে ঝিনাই নদী। ভাঙ্গণের ফলে ঝিনাই নদীর বাঁকঘুরে এখন কবরস্থানের পশ্চিমের অংশ গ্রাস করেছে। প্রতিবছর বাঁশের খুঁটিপুঁতে বস্তায় মাটিভরে ভাঙ্গণ ঠেকানোর চেষ্টা করা হয়। কিন্তু উজান থেকে নেমে আসা পানির স্রোতে সব প্রচেষ্টাই নদীগর্ভে চলে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত নদীতীরটি সংরক্ষণ করে করবস্থানটি হেফাজত করার দাবি জানান এলাকাবাসী।
কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ গজনবী জানান, নদীর ভাঙ্গণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রায় বছরখানেক আগে টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডে একটি আবেদন দেয়া হয়েছে। সরকারের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতায় উক্তস্থানে গাইডওয়াল নির্মাণ করে ঝিনাইনদীর ভাঙ্গণের কবল থেকে কবরস্থানটি রক্ষার দাবি করেন তিনি।