আজ || শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


গোপালপুরে মসজিদ প্রতি ৫০০০ টাকাসহ ইমাম-মুয়াজ্জিনকে এমপির ঈদ উপহার প্রদান

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মসজিদগুলোতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে, প্রধানমন্ত্রীর অনুদান পাঁচ হাজার টাকাসহ স্থানীয় সাংসদের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিন ও খাদেমগণকে ‘ঈদ উপহার’ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ মে) গোপালপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত, উপজেলার ৫৮০টি মসজিদ প্রতি ৫০০০ হাজার করে টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

এসময় উপজেলার প্রায় ৬০০ শত মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমগণের হাতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংসদ ছোট মনির তার পক্ষ থেকে ‘ঈদ উপহার’ হিসেবে লুঙ্গী-টুপিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন।
পরে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সারা বিশ্বের মানবজাতির মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনু্ষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মির্জা আসিফ মাসুদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকমণ্ডলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেয়ার ঘোষণা দেয়াসহ অনুমোদন প্রদান করেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!