গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুর থানা পুলিশ কর্তৃপক্ষের সাথে উপজেলার সকল বিকাশ ও মোবাইল এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর থানা প্যারেড গ্রাউন্ডে থানা অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোহাম্মদ আমীর খসরু।
সভায় বিকাশ এজেন্ট ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীদের টাকা লেনদেনের ধরণ, সন্দেহজনক লেনদেন, বড় অঙ্কের টাকা লেনদেন ও বিভিন্ন ধরনের প্রতারণা থেকে প্রতিকার পেতে দিক নির্দেশনামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়।
গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী, বিকাশ ডিভিশনাল ম্যানেজার মিঠুন বিশ্বাস রবি, গোপালপুর উপজেলা মোবাইল ব্যাংকিং সমিতির সভাপতি মো. ইসহাক আলী সোহেল, সম্পাদক মোবারক খানসহ উপজেলার সকল বিকাশ ও মোবাইল এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীবৃন্দ, থানা পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।