আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে ঝাওয়াইল মহারাণী হেমন্তকুমারী উচ্চবিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী পুণর্মিলনী

কে এম মিঠু, গোপালপুর :       

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাওয়াইল মহারাণী হেমন্তকুমারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীর পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিদ্যালয় মাঠে ঝাকজমকপূর্ণ শিক্ষক-শিক্ষার্থীর পুণর্মিলনীতে জাতীয় ও স্কুলের পতাকা উত্তোলন, স্কুলের প্রয়াত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন, বিশেষ দোয়া পরিচালনা, স্মরণিকা উন্মোচন ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

পুণর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মো. রুহুল আমিনের সভাপতিত্বে, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ শামস্ উল ইসলামের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ঐতিহাসিক স্থাপনা ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ও বিশিষ্ট বক্ষব্যাধী চিকিৎসক ডাক্তার মো. রফিকুল ইসলাম, কর কর্মকর্তা মো. মোতাহার ইসলাম, জামালপুর জেলা পরিষদের সদস্য মো. ফতেহ লোহানি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আলাউদ্দিন।

গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, অধ্যাপক আব্দুল মোমেন, মো. রফিকুল ইসলাম তালুকদার, রওশন খান আইয়ুবসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!