কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতাধীন ১৬ হাজার ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলার ৭টি ইউনিয়নে উপস্থিত হয়ে ভিজিএফ কার্ডধারী পরিবারের মাঝে প্রায় দুইশত চল্লিশ টন চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির এমপি।
দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬ হাজার ভিজিএফ কার্ডধারী হতদরিদ্রদের পরিবার প্রতি ১৫ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মাসুম রেজা প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, গোপালপুর থানার এসআই মো. তারিক হাসান প্রমূখ।
গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হালিমুজ্জামান তালুকদার, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হোসেন আলী, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের সচিব, কর্মকর্তা, ওয়ার্ড মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জানান, গোপালপুরে এই প্রথম স্থানীয় সংসদ সদস্য স্বয়ং ইউনিয়ন পরিষদ কর্যালয়ে উপস্থিত হয়ে, ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করলেন।