আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে পূর্বশত্রুতার জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ড; ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর বাজারের ভাই ভাই সাইকেল স্টোরে পূর্বশত্রুতার জেরে ৬০টি সাইকেলসহ বিভিন্ন মালামাল ভস্মিভুত হয়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দোকান মালিক মো. বাছেদ সরকার জানান, পৌরশহরের কোনাবাড়ী মৌজায় দুই বছর আগে এক শতাংশ জমি ক্রয় করে ভাই ভাই সাইকেল স্টোর নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলি। কিন্তু জমির পূর্বমালিক মৃত মজিদ তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার উক্ত জমির টাকা ফেরত নিয়ে তার নামে আমার ক্রয়করা জমিটি দলিল করে দিতে বারবার চাপপ্রয়োগসহ নানান ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। জমিটি দলিল করে না দেয়ার জেরে বৃহস্পতিবার (১ আগস্ট) ভোররাতে আমার দোকান ঘরের দেয়ালে ৬টি ফুটা করাসহ দাহ্যপদার্থ ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়।পরে স্থানীয় বাসিন্দা মারফত মোবাইল ফোনে আমার দোকানে আগুন লাগার খবর শুনে দৌড়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানোর চেষ্টা করি। দোকান মালিক আরো জানান, অগ্নিকান্ডে ৬০টি সাইকেলসহ দোকানে থাকা বিভিন্ন মালামাল ভস্মিভুত হয়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ন্যয় বিচার পাওয়ার জন্য অগ্নিকান্ডের ঘটনায় সন্দেহজনক তিনজনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।

গোপালপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো নজরুল ইসলাম জানান, গত ১ আগস্ট ভোর ৫:১০ মিনিটে ৯৯৯ এর মাধম্যে গোপালপুর কোনাবাড়ী বাজারের একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে, গোপালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করে। কেরোসিন জাতীয় দাহ্যপদার্থের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদিকুর রহমান জানান, পুলিশী তদন্তের মাধ্যমে মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধী যেই হোক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!