আজ || শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুর উপজেলা পরিষদ ভবনের পলেস্তারা খসে পড়ছে; আশঙ্কা ছাদ ধসে পড়ার

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের পুরোনো ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। ছাদে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। প্রতিদিনই খসে পড়ছে বড়ো আকারের পলেস্তারা। আহত হচ্ছেন কাজে আসা লোকজন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন অফিস স্টাফরা।

জানা যায়, ১৯৭২ সালে তদানীন্তন থানা পরিষদের কাজের জন্য এ দ্বিতল ভবনটি নির্মিত হয়। ৮৪ সালে এরশাদ আমলে উপজেলা পরিষদ চালু হলে পাশেই আরেকটি তিনতলা ভবন নির্মিত হয়। নতুন ভবনে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ অফিস স্থানান্তর হলেও প্রকল্প বাস্তবায়ন অফিস, উপজেলা হিসাবরক্ষণ অফিসসহ চারটি অফিস পুরোনো ভবনেই থেকে যায়। জীর্ণ ভবনটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। ভবনের ছাদে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টিতে পানি চুঁয়ে পড়ে অফিসের ফাইলপত্র ভিজে যায়। কম্পিউটার রুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ভবনের বারান্দাসহ মূল অফিসে প্রায়ই বড়ো আকারের পলেস্তারা খসে পড়ে। উপজেলা হিসাবরক্ষণ অফিসে প্রতি মাসে অবসরভাতা উত্তোলনের জন্য আসেন শত শত বয়স্ক মানুষ। স্থানাভাবে বারান্দায় গাদাগাদি করে বসেন অথবা লাইনে দাঁড়িয়ে থাকেন। এদের ওপরই বেশিরভাগ সময় পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আজাহারুল ইসলাম জানান, জীবনের ঝুঁকি নিয়ে ভঙ্গুর ছাদ বা বারান্দার নিচে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সব সময় আতঙ্ক না জানি কখন পলেস্তারা বা ছাদ ধসে মাথার ওপর পড়ে।

উপজেলা হিসাব রক্ষণ অফিসার সুশীল চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্টাফরা সব সময় আতংকে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেন। উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি উত্থাপন করা হয়। ভবনের দুরবস্থার কথা উপজেলা এলজিইডিকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, ভবন সংস্কার ও মেরামতের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!