আজ || শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


টাঙ্গাইলে মায়েদের পা ধুয়ে ভালোবাসা দিবস উদযাপন

কে এম মিঠু :

টাঙ্গাইলে মায়েদের পা ধুয়ে ভালোবাসা দিবস পালন করল শতাধিক শিশু। বৃহস্পতিবার জেলা শহরের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল মায়েদের পা ধুয়ে ভালোবাসার প্রকাশ ঘটানোর এই আয়োজন করে।

শহরের এসপি পার্কে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক মাকে তার সন্তানরা পা ধুয়ে দেয়। পরে মায়ের জন্য ভালোবাসা স্লোগান দিয়ে মায়ের গলায় মেডেল পরিয়ে দেয় সন্তানরা।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিজের রক্ত দিয়ে মা তার সন্তানকে জন্ম দেন। ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে অতিযত্নে ও আদর স্নেহে বড় করে তোলেন। তাই পৃথিবীতে মা ও সন্তানের ভালোবাসার সমতুল্য অন্য কারো ভালোবাসা হতে পারে না।

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের উপদেষ্টা জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা, লায়লা খানম, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

মায়ের পা ধুয়ে দেয়ার পর শিশু রিয়া আক্তার জানায়, আমার মায়ের মা ধুয়ে দেয়ার পর আমার খুব ভালো লাগছে। আমি আমার মাকে খুব ভালোবাসি। শিক্ষার্থী আসিব খান জানায়, বাবা-মাকে আমি অনেক ভালোবাসি। ভালোবাসা দিবসে আমি মায়ের মা ধুয়ে দিয়েছি। আমি সারাজীবন বাবা-মাকে ভালোবাসব। অবিভাবক শারমিন আক্তার বলেন, এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। নিজের সন্তার আমার পা ধুয়ে দিয়ে আমার প্রতি সম্মান দেখিয়েছে। আমি চাই প্রতিটি সন্তান তার মা-বাবাকে এভাবেই সম্মান করুক।

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা জানান, ভালোবাসা দিবসে ভালোবাসা শুধু প্রেমিক যুগলের মধ্যে বিনিময় হবে তা নয়। ভিন্ন আঙ্গিকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি মায়েদের সম্মানে পা ধোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোটবেলা থেকেই প্রত্যেকটি ছেলেমেয়ে যাতে মা বাবাকে সম্মান করে। এ লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!