কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে নবীন বরণ ও টাঙ্গাইল-২ আসনের নবনির্বাচিত সাংসদ তানভীর হাসান ছোট মনিরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া বড় মনির। বক্তব্য রাখেন সাংসদের পিতা এডভোকেট আব্দুল গফুর, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, শহর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদ।
সংবর্ধনা ও নবীন বরণ শেষে রেডিও ও টেলিভিশনের শিল্পিদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।