কে এম মিঠু, গোপালপুর :
‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে ৩ দিনব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণ বিআরডিবি মাঠে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌরমেয়র রকিবুল হক ছানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, কৃষি অফিসার শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন প্রমূখ।
মেলায় সরকারের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় একশ স্টল অংশ নিচ্ছে মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় তুলে ধরা উপজেলার নানা উন্নয়ন বার্তা ছড়িয়ে দিতে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে স্থানীয় নিউজ পোর্টাল www.gopalpurbarta24.com গোপালপুর বার্তা।