ডেক্স নিউজ : গোপালপুর শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, গোপালপুর কলেজের সাবেক ভিপি মোহাম্মদ আলী খান মঞ্জুর পিতা, গোপালপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক অটল শরিয়ত উল্লাহ’র খালু, গোপালপুর হাজী কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য, সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান, আলহাজ মো. রায়হান খান (৮১) আজ শনিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে তাঁর উত্তর গোপালপুর আভূঙ্গী মোড়স্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ১১ আগস্ট শনিবার বাদ যোহর গোপালপুর কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে আভূঙ্গী সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আলহাজ মো. রায়হান খান এর মৃত্যুতে গোপালপুর হাজী কল্যাণ পরিষদ, গোপালপুর শিল্প ও বণিক সমিতি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাঁর রূহের মাগফিরাত কামনা করেছেন।