কে এম মিঠু, গোপালপুর :
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার গোপালপুর উপজেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোকপাত করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আবদুর রাশেদ। এ সময়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দৈনিক দেশবাসীর নিজস্ব প্রতিনিধি এবং গোপালপুর বার্তা টুয়েন্টি ফোর ডট কম এর নির্বাহী সম্পাদক কে এম মিঠু, যুগান্তর প্রতিনিধি সেলিম হোসেন, দৈনিক অর্থনীতি প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি বিধান চন্দ্র রায়, খোলা কাগজ প্রতিনিধি নুরুল আলম, দৈনিক দিনকালের আব্দুস সালাম প্রমুখ।