আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে দুই বাংলার নন্দিত রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. পৌলমী গাঙ্গুলীকে সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের জমিদার হেমচন্দ্র চৌধুরীর যোগ্য উত্তরসূরি, এপার বাংলা-ওপার বাংলার নন্দিত রবীন্দ্র সঙ্গীত শিল্পী ড. পৌলমী গাঙ্গুলীকে সংবর্ধনা দিয়েছে গোপালপুর প্রেসক্লাব।

৩ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে ড. পৌলমী গাঙ্গুলীর সংবর্ধনা ও একক সঙ্গীতানুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি), উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির), পরিচালক প্রশাসন ও অর্থ পুলিশ স্টাফ কলেজ, পুলিশ সুপার ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, এসএ টিভির নিউজ এডিটর সাংবাদিক ইলিয়াস হোসেন, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিন লিটন সরকার প্রমূখ।

প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, মূল প্রবন্ধ পাঠ করেন টাঙ্গাইল জেলা বিকশিত নারীনেত্রী নেটওয়ার্ক এর সভানেত্রী আনজু আনোয়ারা ময়না, অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ।

সংবর্ধনা পরবর্তী ড. পৌলামী গাঙ্গুলী তার সুমধুর কন্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে আগত মিলনায়তন ভর্তি দর্শক-শ্রোতার মন জয় করেন। পরে তিনি তার পূর্বপুরুষের বাসস্থান হেমনগর জমিদারবাড়ি (পরি দালান) পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!