কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ ২ এর উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ জুন) হাদিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম শাহজাদা। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপসহকারি কৃষি অফিসার মোহাম্মদ আখতারুজ্জামান, এ কিউ রাসেল, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ হালিমুজ্জামান প্রমুখ।