নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে চাঁদাবাজির অভিযোগে আনন্দ টিভি এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল রানাকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। সোহেল উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিন পাথালিয়া গ্রামের বাবুল সওদাগরের পুত্র।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, সাংবাদিক পরিচয়ে সোহেল রানা দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা এবং চাঁদাবাজী করে আসছিল। হেমনগর ইউনিয়নের উদ্যমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেন গত ১৩ জুন গোপালপুর উপজেলা পরিষদে অফিসিয়াল কাজের জন্য এলে সাংবাদিক সোহেল তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে বেলায়েত হোসেনের বিরুদ্ধে আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকায় মানহানিকর খবর প্রকাশ করে তাকে নাজেহাল করার হুমকি দেন। এরপর বেলায়েত হোসেনের একটি সামাজিক সমস্যাকে উপজীব্য করে চাঁদার টাকা দেয়ার জন্য চাপাচাপি করাসহ পুলিশ দিয়ে হয়রানি করার ভয় দেখাতে থাকেন।
পরে গত ১৪ জুন বৃহস্পতিবার বেলায়েত হোসেন গোপালপুর থানায় সোহেল রানার বিরুদ্ধে চাঁদাবাজী অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়ে ২১ জুন বৃহস্পতিবার দুপুরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে(মামলা নম্বর ১৯) সোহেল রানা গ্রেফতার করা হয়।
গোপালপুর প্রেসক্লাব সূত্রে জানা যায়, সোহেল রানা নামের কোন সাংবাদিক গোপালপুর প্রেসক্লাবের সদস্য নেই। যেহেতু এ নামে প্রেসক্লাবে কোন সদস্য অর্ন্তভূক্ত নেই, তাই প্রাতিষ্ঠানিকভাবেও প্রেসক্লাবের কোন করণীয় নেই।
তদন্তকারী কর্মকর্তা আসলাম হোসেন জানান, চাঁদাবাজী মামলায় গ্রেফতার হওয়া সোহেল রানাকে গতকাল ২২ জুন শুক্রবার দুপুরে আদালতে চালান দেয়া হয়। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে।