আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


উত্তর টাঙ্গাইলের তিন লক্ষ বিদ্যুৎ গ্রাহক দৈনিক চার ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেনা

কে এম মিঠু, গোপালপুর :

উত্তর টাঙ্গাইলের পাঁচ উপজেলার পল্লী বিদ্যুতের প্রায় তিন লক্ষ গ্রাহক চব্বিশ ঘন্টায় চার ঘন্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেনা। ফলে জুন মাসের প্রচন্ড গরমে নিদারুন দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে। পিডিবির জামালপুর গ্রিড সাবস্টেশন থেকে পল্লী বিদ্যুৎ এসব উপজেলায় বিদ্যুৎ বিতরণ করেন। এখানে বিদ্যুৎ চাহিদা ৪০ মেঘাওয়াট। পিক আওয়ারে ৪৫ মেঘাওয়াট। পিডিবি চাহিদার বিপরীতে সরবরাহ করে ১৬ থেকে ১৮ মেঘাওয়াট। পল্লী বিদ্যুৎ সময়মতো লাইন রেনোভেশন না করায় সরবরাহ পাওয়া এ বিদ্যুৎ নির্বিঘ্নে বিতরণ করতে পারছেনা।

গত রবিবার ও সোমবার দুদিন ১৮ ও ২০ ঘন্টা বিদ্যুৎ ছিলানা। প্রচন্ড গরমে রোজাদাররা নিদারুন কষ্ট করেন। বিদ্যুতের অভাবে তিন পৌরসভায় পানির পাম্প বন্ধ থাকায় নাগরিক জীবন ওষ্ঠাগত হয়ে উঠে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনাল ম্যানেজার নূর শামসুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জামালপুর থেকে মধুপুর পর্যন্ত একটি আলাদা ৩৩ কেভি লাইন নির্মাণ হচ্ছে। এটি চালু হলে গ্রাহকের অশেষ ভোগান্তির অবসান ঘটবে। মধুপুর, গোপালপুর ও ধনবাড়ি উপজেলা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, এতটা খারাপ সময় আগে কখনো পার করতে হয়নি। উত্তর টাঙ্গাইলের পাঁচ উপজেলার এ সমস্যা নিরসনে ঘাটাইল পিডিবি পর্যন্ত ন্যাশনাল গ্রিড লাইন সম্প্রসারণের দাবি জানান তারা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!