আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


টাঙ্গাইলে মেয়ের সাথে এসএসসি পাশ করলেন বিএনপি নেতা

গোপালপুর বার্তা ডেক্স : টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাশ করে আলোড়ন সৃষ্টি করেছেন। শিক্ষার প্রতি তার এমন উদ্দ্যোগ সর্বত্রই প্রশংসিত হয়েছে। তার মেয়েও এবছর এসএসসি পাশ করেছ। বাবা ও মেয়ের এক সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ ও পাশ করা নিয়ে বিষয়টি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

জানা যায়, আশরাফ পাহেলীর একমাত্র কন্যা আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ‘এ’ গ্রেড পেয়েছে। অপরদিকে, আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন। হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ এর অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফ পাহেলী নিজেও এবার পরীক্ষা দেয়া ও পাশ করার বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, আশরাফ পাহেলী এর আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছাড়াও জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমান টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারন সম্পাদক পদে রয়েছেন।

জেলার বিশিষ্ট জনেরা বলছেন, রাজনীতিবিদরা যতো শিক্ষিত হবে, দেশ ততো উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আশরাফ পাহেলী নিজের মেয়ের সাথে পরীক্ষা দিয়ে এটাই প্রমান করেছে যে, তিনি একজন শিক্ষানুরাগি। আশরাফ পাহেলীর কাছ থেকে অন্যান্য রাজনীতিবিদদের অনেক কিছুই শেখার আছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!