আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে বাল্যবিয়ে নিরোধ আইনে কনের মাসহ ৮জন কারাগারে

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুরে ভ্রাম্যমান আদালতের দেয়া মুচলেকা ভেঙ্গে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে উপজেলার বনমালী গ্রামের এক বাল্যবিয়ের আসর থেকে কনের মাসহ ৮ জনকে গ্রেফতার করে বাল্যবিয়ে নিরোধ আইনে জেল দিয়েছে থানা পুলিশ।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, গত বৃহস্পতিবার বিকালে নগদাশিমলা ইউনিয়নের বনমালী গ্রামের বাসিন্দা মো. আইয়ুব নবীর স্কুল পড়ুয়া মেয়ে আম্বিয়া খাতুন মীমের (১৬) সাথে একই উপজেলার কুমুল্লী উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. আবুল হাশেম (২৮) এর সাথে বাল্যবিয়ে হচ্ছে খবর পেয়ে থানা পুলিশের একটি দল বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে, কনের মা-বাবাসহ পরিবারের লোকজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন এর কার্যালয়ে নিয়ে আসে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিয়ের কুফল ও আইনানুগ বিষয়ে অবগত করলে, মেয়ের মা  ও বাবা কন্যাকে বাল্যবিয়ে দিবে না, এই মর্মে ভ্রাম্যমান আদালতে মুচলেকা দিয়ে ছাড়া পান।

এদিকে কনের বাবা মো. আইয়ুব নবী একদিন না পেরোতেই, ভ্রাম্যমান আদালতে দেয়া মুচলেকা ভেঙ্গে, পরদিন শুক্রবার পুনরায় একই বরের সাথে মেয়ের বিয়ে দেয়ার আসর বসান। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে, পুনরায় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে স্থানীয় ইউপি মেম্বার মো. আয়নাল হক বাদী হয়ে কনের মা-বাবাসহ ১১ জনকে আসামী করে বাল্যবিয়ে নিরোধ আইনে মামলা দায়ের করলে, পুলিশ শনিবার কনের মাসহ ৮ জনকে জেল হাজতে প্রেরণ করে। ওসি আরও জানান, বাকী আসামীরা পলাতক থাকলে, তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!