আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে পুকুরে বিষ দিয়ে পনের লক্ষ টাকার মাছ নিধন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে শত্রুতার জেরে উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের মৎস চাষী মো. রেজাউল করিমের পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় পনের লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।

সরজমিনে জানা যায়, মৎস চাষী মো. রেজাউল করিম নিজ বসত বাড়ির আঙ্গিনার ষাট শতাংশ জমির পুকুরে বাণিজ্যিক ভাবে পাঙ্গাস ও শিং মাছসহ বিভিন্ন দেশী প্রজাতির মাছ চাষ করে আসছেন। আজ রবিবার (৮ এপ্রিল) রাত অনুমানিক একটার দিকে পুকুরের পাহারাদার মো. সালাম মিয়া (৬০) প্রাকৃতিক ডাকে পুকুর পাড়ের পাহারা দেয়ার ঘর থেকে বাহিরে বেড়িয়ে আসলে পুকুরে থাকা মাছের অস্বাভাবিক আচরণ দেখতে পায়। পরে পুকুরের মালিক রেজাউল করিমকে খবর দিলে তিনি পুকুরে চাষ করা প্রায় আট হাজার পাঙ্গাস, দশ হাজার শিং ও বিভিন্ন দেশী প্রজাতির প্রায় দশ হাজার মাছ মরে গিয়ে ভেসে উঠতে দেখে। তিনি জানান, নিধন করা মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় পনের লক্ষ টাকা।

খবর পেয়ে মৎস অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত ও পঁচে যাওয়া মাছ এবং পুকুরের পানি পরীক্ষানিরীক্ষা করে প্রাথমিকভাবে নিশ্চিত হন বিষ প্রয়োগের কারণে এ মাছ নিধন হয়েছে।

পুকুরের মালিক মৎস চাষী মো. রেজাউল করিম এ ব্যাপারে গোপালপুর থানায় অজ্ঞাতনাম বেশ কয়েকজনের বিরুদ্ধে মাছ নিধনের অভিযোগে একটি অভিযোগপত্র দাখিল করলে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে রওনা হোন।

এ ব্যাপারে গোপালপুর থানার এসআই মো. ইয়াসিন আরাফাত জানান, অভিযোগপত্রের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষ করে মামলা গ্রহন করা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!